শাকবোল ই জার্নাল
ISSN (E): 2583-5556
(ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড আকাদেমিক রিসার্চ জার্নাল)
ভাষা: বাংলা
——————————————
আগামী সংখ্যার বিষয়: মুক্তি
——————————————

লেখক নির্দেশাবলি/ Author guidelines & Submission details:

১। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল, সমাজবিজ্ঞান, মানববিদ্যা, বিজ্ঞানবিষয়ক গবেষণাধর্মী মৌলিক প্রবন্ধ পাঠাবেন। মূল থিম/ বিষয়: মুক্তি

২। পূর্ব প্রকাশিত কোনো লেখা পাঠাবেন না।

৩। গবেষণাধর্মী প্রবন্ধ অবশ্যই বাংলা ভাষায় লিখবেন।

৪। শব্দ সংখ্যা হবে ২৫০০-৫০০০এর মধ্যে।

৫। বানান বিধির ক্ষেত্রে আকাদেমি বানান অভিধান অনুসরণ করবেন।

৬। তথ্যসূত্রের ক্ষেত্রে এম এল এ ৯ [MLA 9] পদ্ধতি অনুসরণ করবেন।

লিঙ্ক: https://drive.google.com/file/d/1Kz2aGR8h5lUyla–wTbeUuxaYwAk0xQS/view?usp=drivesdk

৭। প্রাবন্ধিক/ গবেষক অবশ্যই কুম্ভিলক বৃত্তি [Plagiarism] সম্বন্ধে সচেতন থাকবেন। মূল প্রবন্ধের পাশাপাশি কুম্ভিলক-পরীক্ষা [Plagiarism Check] করে কুম্ভিলক মুক্তের রিপোর্ট জার্নালের নির্দিষ্ট মেইলে পাঠাবেন।

লিঙ্ক:

১. https://quillbot.com/plagiarism-checker

২. https://plagiarisma.net/login.php

৮। প্রকাশকের লিখিত অনুমতি ব্যতীত শাকবোল ই জার্নালের ওয়েবসাইটে প্রকাশিত কোনো লেখা অন্য জার্নালে/ গ্রন্থে প্রকাশ করা যাবে না।

৯। গবেষণাপত্র পাঠাবেন এই editor.shakbol@gmail.com মেইল আইডি-তে। 

১০। গবেষককে গুগল ডকস্‌/ ওয়ার্ড ফাইলে .docx ফরম্যাটে লেখা পাঠাতে হবে।

১১। গবেষণাপত্রের শিরোনামের নীচে গবেষকের নাম, সম্পূর্ণ পরিচিতি, ছবি, মোবাইল নং, ইমেইল আইডি অবশ্যই দিতে হবে। তারপর থাকবে সারসংক্ষেপ [১০০ শব্দের মধ্যে], সূচক-শব্দ [৫ থেকে ৮টি]। এরপর মূল গবেষণাপত্র শুরু হবে। সব শেষে থাকবে তথ্যসূত্র। গ্রন্থপঞ্জির দরকার নেই।

১২। সম্পাদক মণ্ডলী এবং বিশেষজ্ঞ কমিটি মনোনীত প্রবন্ধই একমাত্র শাকবোল ই জার্নালের ওয়েবসাইটে স্থান পাবে।

১৩। গবেষণাপত্র প্রেরণের শেষ তারিখ: ১০/০১/২০২৩

১৪। শাকবোল ই জার্নালে লেখার গুণগত মানই প্রধান। কোনো পাবলিকেশন ফি নেওয়া হয় না [No fee]।

শাকবোল ই জার্নাল

প্রথম বর্ষ প্রথম সংখ্যা

মে ২০২২।

লিঙ্ক: http://shakbol.com/may-2022/